ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

মহেশপুরে ১১ সিটি গোল্ড জুয়েলারি কারখানা (ভিডিও) 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ২১ মে ২০১৮

Ekushey Television Ltd.

গত দুই বছরে ঝিনাইদহের মহেশপুরে সিটি গোল্ড জুয়েলারি কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে। এ’সব কারখানায় গহনা তৈরি এবং বাজারজাতকরণে জড়িত হাজারের বেশি মানুষ। এই কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ হচ্ছে ৮শ’র বেশি পরিবারের।

স্বর্ণের উচ্চমূল্যের কারণে বাহারী ডিজাইনের ইমিটেশন সিটি গোল্ডের গহনা দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। আর এসব গহনা তৈরি হচ্ছে দেশের প্রত্যন্ত এলাকার কারিগরদের হাতেই।

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ৩টি ইউনিয়নের ১১টি কারখানায় চলছে এমন বিশাল কর্মযজ্ঞ। ধাতব পদার্থ গলানো, নকশা তৈরি, গহনায় রং করার কাজে কর্মসংস্থান হয়েছে অসংখ্য মানুষের।

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতির চিত্রও। এ’ কাজে ব্যাপকহারে বেড়েছে নারীর অংশগ্রহণ।

একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রশিক্ষণ দেয়া হয়েছে এই কারিগরদের। মানসম্পন্ন আর টেকসই ডিজাইনের গহনা তৈরি হচ্ছে এখানে।

এ’সব গহনা সরবরাহ করা হয় নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, সিলেট, লক্ষ্মীপুর, কুমিল্ল¬া, বগুড়া, রাজশাহী, যশোর, ঢাকাসহ ১৫টি জেলায়।

সিটি গোল্ডের গহনার কারখানা আরো কর্মসংস্থানের স্বপ্ন দেখাচ্ছে এখানকার মানুষদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি